ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পর্যটকদের জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪

পর্যটকদের জন্য তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি

দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার। এ বছর পর্যটন মৌসুম বিভিন্ন কারণে হোঁচট খেয়েছিল। কিন্তু জানুয়ারির শেষ দিক থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এ খাত। এ জন্য পর্যটন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই বেশ পরিশ্রম করছেন।

পর্যটন এক পক্ষীয় বিষয় নয়। এর সঙ্গে যুক্ত আছে পর্যটক, ব্যবসায়ীসহ অনেক পক্ষ। তার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ। কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ আছেন কক্সবাজারসহ সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে। এবার ঈদ ও পয়লা বৈশাখের আনন্দ একসঙ্গে। ফলে বেশ কঠিন সময় পার করতে হবে বলে জানান তিনি।

কিন্তু অভয় দিয়ে বললেন, ‘আমরা পর্যটকদের আহ্বান জানাই কক্সবাজারে।’ জানালেন, পুরো বছর তো বটেই, ঈদ উপলক্ষে কক্সবাজারসহ তাঁর নিয়ন্ত্রণাধীন এলাকায় পর্যটকেরা সুরক্ষা পাবেন যেকোনো নেতিবাচক ঘটনা থেকে দ্রুততম সময়ে।

আপেল মাহমুদ, অ্যাডিশনাল ডিআইজি,  ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার অঞ্চল 

বার্তাজগৎ২৪

Link copied!