ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪

দিনাজপুরে নেশার টাকা দিতে না পারায় স্বামীকে তালাক

এনামুল মবিন সবুজ :

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪

দিনাজপুরে নেশার টাকা দিতে না পারায় স্বামীকে তালাক

ফাইল ফটো

দিনাজপুরে নেশার টাকা দিতে না পারায় স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। 

শুক্রবার (২৯ মার্চ) রাতে জেলার পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ মাস আগে হরিরামপুর ইউনিয়নের পূর্ব হোসেনপুর গ্রামের মেজবাউল ইসলাম (২৬) এর সঙ্গে পৌর শহরের সাহেবপাড়া এলাকার রেজবাউল ইসলাম বাবুর মেয়ে মোছাঃ বিজলী (২২) এর পারিবারিকভাবে বিয়ে হয়। আগে থেকে নেশায় আসক্ত ছিল স্ত্রী বিজলী। 
বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এর পর স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকে বসেও কোনো সমাধান আসেনি। 

শুক্রবার রাতে আবারও স্বামী-স্ত্রীর মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন পার্ক চত্বরে স্থানীয়দের উপস্থিতিতে নেশার টাকা দিতে না পারার অভিযোগ তুলে স্বামী মেজবাউলকে তালাক দেয় ওই মাদকাসক্ত নারী। 

বিজলীর পরিবার জানায়, আগে থেকেই নেশার সঙ্গে জড়িত ছিল বিজলী। বিয়ের পর নেশার মাত্রা বেড়ে যায় তার। এ জন্য স্বামীর সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়তই তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। ইয়াবা, ট্যাপেন্টাডল, চোলাই মদসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করত বিজলী। শুক্রবার তালাকের মাধ্যমে তাদের ছাড়াছাড়ি হলো। 

স্বামী মেজবাউল ইসলাম জানায়, আগে থেকেই নেশার সঙ্গে জড়িত থাকলেও বিয়ের সময় তা গোপন করা হয়। বিজলীর নেশার মাত্রা দিন দিন এতটাই বেড়ে গেছিল যে প্রতিদিন তাকে প্রায় ২ হাজার টাকার মতো নেশা দ্রব্য লাগতো। নেশার টাকা যোগাতে সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাকে এসবে বাধা দেওয়ার কারণে সে আজ আমাকে তালাক দিয়ে চলে গেছে।

বার্তাজগৎ২৪/ এম এ

Link copied!