ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১২

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪

ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১২

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

এই খবরের সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।

বার্তাজগৎ২৪

Link copied!