ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

বেনাপোলে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

মো. রফিকুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: মে ১, ২০২৪

বেনাপোলে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোল মহাসড়কে বাসের চাপায় মোস্তফা হোসেন (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে বাইসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

যশোর-বেনাপোল সড়কের রজনী ক্লিনিকের সামনে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে ‘গোল্ডেন লাইন’ নামে একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলে পৌঁছালে বাইসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মো. মোস্তফার মৃত্যু হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত আহত একজনকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

বার্তাজগৎ২৪

Link copied!