ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪

সূর্যের তাপে ডিম পোচ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

সূর্যের তাপে ডিম পোচ

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সূর্য যেন তার সবটুকু তাপ ঢেলে দিচ্ছে জমিনে। আর এই তাপ এতটাই প্রকট যে চুলার আগুন ছাড়া পোচ করা যাচ্ছে ডিম। অবাক লাগলেও ঘটনাটি ঘটিয়েছেন মানিকগঞ্জের বিপ্লব নামের এক যুবক। তার সূর্যের তাপে ডিম ভাজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের সোনপুর গ্রামের মো. শফি উদ্দিনের ছেলে মো. কামরুল ইসলাম বিপ্লব (৩০) পেশায় একজন মিষ্টি ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজ বাড়ির ছাদে ডিম পোচের ভিডিও ধারণ করেন তিনি।

ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড রোদে বিপ্লব তার বাড়ির ছাদে একটি কড়াইয়ে ডিম ভাঙলেন। কোনো চুলা ছাড়াই কড়াইসুদ্ধ ডিমটি ধরলেন প্রখর রোদে। মাত্র কয়েক মিনিট অতিবাহিত হতে না হতেই ডিম পোচ হয়ে গেল।

এ বিষয়ে বিপ্লব বলেন, তীব্র দাবদাহ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝেই এ ধরনের কিছু ভিডিও দেখতে পাই। তখন থেকেই আসলে কৌতূহল জাগে এটা কীভাবে সম্ভব? আদৌ কি সূর্যের তাপে এটা সম্ভব? কতটুকু সত্যতা মেলে তা যাচাই করতে গিয়েই আমার এই পরীক্ষা। তাতে দেখলাম, আসলেই ডিম পোচ হয়ে গেল। এতে আমার সময় লেগেছে প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো।

বার্তাজগৎ২৪

Link copied!