ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও স্ত্রী!

মুনসুর আহমেদ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও স্ত্রী!

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও বাবাকে বেধড়ক লাঠিপেটা ও ছুরিকাঘাত করেছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ব্যাপারী ও স্বর্ণা আক্তারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সানোয়ার হোসেন  হাফেজ(২৬)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আহত সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব্যাপারীর একমাত্র ছেলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক আহত আব্দুর রহমানের এক নিকট আত্মীয় ও স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন হাফেজ বন্ধুদের সঙ্গে প্রায় প্রতি রাতে মাদক সেবন করে বাসায় এসে স্ত্রী স্বর্ণা আক্তারের সঙ্গে ঝগড়া বাধায়। প্রতিদিনের মতো বুধবার গভীর রাতে বাসায় ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে সানোয়ার হোসেন। এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। মারধর ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় সানোয়ার হোসেন হাফেজ। এতে গুরুতর আহত হয় স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমান ব্যাপারী। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন হাফেজ শুধু মাদক সেবন নয় বরং এলাকার উঠতি বয়সী যুবকদের দিয়ে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন হাফেজ সাভার উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর বড় ভাই ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারী বলে জানা গেছে। 

এ বিষয়ে অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এটা  আমার একান্ত পারিবারিক বিষয়। রাগের মাথায় স্ত্রী ও বাবা ছুরিকাঘাতে আহত হয়েছে। এর কারন জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে কলের সংযোগটি কেটে দেন। 

এদিকে সন্তানের ছুরিকাঘাতে বাবা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুর রহমানের স্বজন, শশুর বাড়ির লোকজন ও এলাকাবাসী। অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের ভিত্তিতে সিনিয়র অফিসারের  পরামর্শক্রমে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাজগৎ২৪

Link copied!