ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মানিকগঞ্জের অসিম জাওয়াদের মৃত্যু

মো. শামীম মিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: মে ৯, ২০২৪

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মানিকগঞ্জের অসিম জাওয়াদের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের একজন নিহত হয়েছেন। নিহত পাইলটের এর নাম অসিম জাওয়াদ। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিশ দাশড়া গ্রামে। 

নিহতের খবরটি নিশ্চিত করেছেন অসিম জাওয়াদের মামা সাংবাদিক সুরুয খান। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

সুরুয খান বলেন, অসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিলেন। সে পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুর খবরে আমার বোন নিলুফা পাগল প্রায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসিমে লাশ দেখতে তার স্ত্রী ও ২ সন্তান চট্রগামে রয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান চট্টগ্রাম পতেঙ্গায় বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বিমানের পাইলট অসিম জাওয়াদ ও তার সঙ্গে থাকা বিমান বাহিনীর এক সদস্য।

পরে গুরুতর আহত পাইলট অসিম জাওয়াদকে চট্টগ্রাম পতেঙ্গায় বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্তাজগৎ২৪

Link copied!