ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪

এবার উপজেলা চেয়ারম্যান পদেও হারলেন জাফর আলম

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৪

এবার উপজেলা চেয়ারম্যান পদেও হারলেন জাফর আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাননি তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে হন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে পরাজিত হন। এবার উপজেলা পরিষদ নির্বাচনেও হেরেছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। তিনি বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর কাছে হেরেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ফজলুল করিম সাঈদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পান। আর জাফর আলম পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট। এছাড়া আনারস প্রতীকের আবদুল্লাহ আল হাসান পেয়েছেন ৪ হাজার ৩২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউল আলম পেয়েছেন ১ হাজার ২ ভোট। চকরিয়া উপজেলায় মোট ভোটার তিন লাখ ৬১ হাজার ৮৭ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭২টি। ভোটের হার ৩৪ দশমিক ৩৬ শতাংশ।

উল্লেখ্য, জাফর আলম এর আগে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন।

 

বার্তাজগৎ২৪

Link copied!