ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

ঈদের ছুটিতে ধানমন্ডিতে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

সোহাগ উদ্দিন :

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪

ঈদের ছুটিতে ধানমন্ডিতে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

ঈদের ছুটিতে রাজধানীর ধানমন্ডিতে আট তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফাঁকা ফ্ল্যাটে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা সহ ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভুক্তভোগী নাছরুল কবির কায়েম (নিহাদ) হাজারীবাগ থানায় মামলা দায়ের করেছেন।  

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ এপ্রিল দুপুর ২টার সময় স্বপরিবারে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়াতে বেড়াতে যান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার ধানমন্ডি বাসায় এসে দেখেন মূল দরজা ভেতর থেকে আটকানো। বাড়িতে একজন কেয়ার টেকার ও দুই জন দারোয়ান থাকেন নিয়মিত এবং তাদেরকে জিজ্ঞেস করলে জানান তারা ও এই বিষয়ে কিছু জানেন না। পরে হাজারীবাগ থানার পুলিশের সামনে ভুক্তভোগী সহ সবাই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের সব আলমারি ও ওয়ারড্রব ভাঙা ও এলোমেলো। এসময় তারা দেখতে পান ঘরে রক্ষিত আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা এবং ২৪-২৫ লাখ টাকা মূল্যের ২৪ ভরি স্বর্ণ ও হিরার ৬ সেট গহনা উধাও। 

পরবর্তীতে পুলিশ রান্না ঘরে গিয়ে দেখতে পান এডজাস্ট ফ্যান ভাঙা এবং সেই ফুটো দিয়ে চোরেরা রুমে ডুকে এধরণের চুরি করেছেন। 

মামলার এজাহারে আরও বলা হয়েছে, আশপাশের বিভিন্ন বাসিন্দারা জানিয়েছেন এই বিল্ডিং সহ আশপাশের অনেক বিল্ডিং এ সিসিটিভি ফুটেজ রয়েছে, যদি প্রশাসন চেষ্টা করে তবে দ্রুত চোর ধরা পড়বে এবং চুরিকৃত মালামাল ও টাকা উদ্ধার হবে।

ভুক্তভোগী নাছরুল কবির কায়েম নিহাদ জানান, আমি পেশায় একজন কন্সট্রাকশন ব্যবসায়ী এবং দেশি বিদেশি অনেক কোম্পানির সাথে নিয়মিত কাজ করছি। আমি  আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। ঈদের মাত্র দুই দিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম এবং আমাদের বাসা সহ আশপাশের প্রায় সব বাসায় সিসিটিভি ও দারোয়ান থাকায় নিজেদের অনিরাপদ ভাবি নাই।

বার্তাজগৎ২৪

Link copied!