ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

অনুরাধার সঙ্গে প্রথম দ্বৈত গানে আসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৪

অনুরাধার সঙ্গে প্রথম দ্বৈত গানে আসিফ

বলিউডে প্লেব্যাকের পাশাপাশি নন্দিত কণ্ঠশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন দেশের আলোচিত কণ্ঠশিল্পী আসিফ আকবর। শিরোনাম ‘চিরদিনের জীবন সঙ্গিনী’। এটি তাদের প্রথম দ্বৈত আয়োজন; যা এরই মধ্যে একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ দুই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

এর আগে ১৫ মে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্স থেকে গানটি প্রকাশ করা হয়। ‘চিরদিনের জীবন সঙ্গিনী’-এর গীতিকথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সাবাহ বশির ও শিল্পী আসিফ নিজে। প্রযোজনা করেছে ফরাসি প্রতিষ্ঠান বিলিভ আর্টিস্ট সার্ভিসেস।

এ আয়োজন নিয়ে আসিফ বলেন, ‘অনুরাধা পাড়োয়ালের মতো বড় মাপের একজন শিল্পীর সঙ্গে গাইতে পারা যে কোনো শিল্পীর জন্যই অন্য রকম ভালো লাগার। তাঁর অনিন্দ্য কণ্ঠ আর অনবদ্য গায়কিতে মুগ্ধ কয়েক প্রজন্ম। এর চেয়ে বড় বিষয়, ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ গানের সুবাদে অনুরাধা পড়োয়ালের কাছে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। একই সঙ্গে তাঁর কাছে উৎসাহ পেয়েছি বলিউডে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার; যা আমার শিল্পীজীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।’

এর আগে বলিউডের সাড়া জাগানো তিন প্লেব্যাক শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, অভিজিৎ ও কুমার শানুর সঙ্গে দ্বৈত অ্যালবামে গান গেয়েছেন আসিফ আকবর। অ্যালবামের বাইরে এবারই প্রথম তিনি কোনো বলিউড শিল্পীর সঙ্গে বাংলা দ্বৈত গানে কণ্ঠ দিলেন। অনুরাধা পাড়োয়ালের সঙ্গে গাওয়া দ্বৈত গানটি অনেকের হৃদয় স্পর্শ করবে বলে আশা প্রকাশ করেছেন আসিফ ও গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

বার্তাজগৎ২৪

Link copied!