ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪

আকাশে এই প্রথম লাইভ মিউজিক শো!

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪

আকাশে এই প্রথম লাইভ মিউজিক শো!

বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ভিন্নভাবে নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো। ২য় বর্ষপূর্তি উপলক্ষে, এয়ার অ্যাস্ট্রা তার মূল্যবান যাত্রীদের জন্য ইন-ফ্লাইট উদযাপন আয়োজন করে।

এয়ারলাইনটি ইন-ফ্লাইটে, অর্থাৎ মাটি থেকে আকাশে ওঠার পর জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী পলাশ নূরের লাইভ মিউজিক এবং জাদুকর ম্যাজিক রাজিকের জাদু প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের সাথে বর্ষপূর্তি উদযাপন করে। ফ্লাইটে এই ভিন্ন আয়োজন পেয়ে বেশ উচ্ছ্বসিত হন যাত্রীরা।

এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, ‘‘যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য, এয়ার অ্যাস্ট্রা ক্রমাগত তাদের অন-টাইম পারফর্মেন্স উন্নত করেছে, পাশাপাশি এয়ারক্রাফট-এর সংখ্যাও বৃদ্ধি করেছে এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অর্বিট’ এবং ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘সেলেস্টার’ চালু করেছে। স্বীকৃতি হিসেবে, এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে আইওএসএ নিবন্ধন অর্জন করেছে এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ আইএটিএ সদস্য এয়ারলাইন হয়েছে। ভবিষ্যতে, আমরা অসাধারণ সেবা প্রদান, আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিল্পের নতুন মানদণ্ড স্থাপনের প্রতি অঙ্গীকারবদ্ধ।”

অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিঃ-এর জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ জানান, ২৪ নভেম্বর ছিলো প্রতিষ্ঠানটির ২য় বর্ষপূর্তি। এদিন ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সৈয়দপুরের সবগুলো ফ্লাইটেই সাধারণ যাত্রীদের জন্য এই বিশেষ আয়োজনটি ছিলো। যেমনটা এর আগে বাংলাদেশের কোনও এয়ারলাইনের ইন-ফ্লাইটে ঘটেনি।

 

বার্তাজগৎ২৪

Link copied!