ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আগামী কয়েকদিনের বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৪

আগামী কয়েকদিনের বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

গত কয়েকদিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানে ঝরছে আষাঢ়ে বৃষ্টি। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক স্থানেই দেখা দিয়েছে বন্যা। রাজধানী ঢাকাতেও অনেক স্থানেও জমে থাকছে বৃষ্টির পানি। ভ্যাপসা গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও বন্যা ও জলাবদ্ধতায় দেখা দিয়েছে জনভোগান্তি। অবশ্য বৃষ্টিপাতের এই প্রবণতা হ্রাস পেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তারা বলছে, মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কমবে বৃষ্টির প্রবণতা। 

অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯৪ মিলিলিটার রেকর্ড করা হয়েছে সিলেটে। আর গতকাল ও আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ও ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যথাক্রমে চুয়াডাঙ্গা ও বান্দরবানে।

বার্তাজগৎ২৪

Link copied!