ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নেপালে এভারেস্ট ক্লাইমেট অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪

নেপালে এভারেস্ট ক্লাইমেট অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল

পরিবেশ নিয়ে কাজের সম্মাননা স্বরুপ এভারেস্ট ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন বাংলাদেশে বিশিষ্ট ব্যবসায়ী মো. আসিফ ইকবাল।

গত ২০ জুন নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সাইথ এশিয়ান ক্লাইমেট অ্যাকশন কনফারেন্সে 
নেপালের উপরাষ্ট্রপতি রাম সাহাই প্রসাদ ইয়াদভ এ অ্যাওয়ার্ডটি মো. আসিফ ইকবালের হাতে তুলে দেন।

পরিবেশ নিয়ে কাজ করায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বাংলাদেশ থেকে এই অ্যাওয়ার্ড পেলেন বাইজুলিয়ান বাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডিএফ এর সভাপতি মো. আসিফ ইকবাল।

অ্যাওয়ার্ড পেয়ে বাইজুলিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফ ইকবাল বলেন, যেকোনো অ্যাওয়ার্ড ভালো কাজের প্রতি অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। পাশাপাশি সমাজ ও দেশের প্রতিও দায়িত্ব বেড়ে যায়। 

বার্তাজগৎ২৪

Link copied!