ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকাসহ ৩ বিভাগে গরমে অস্বস্তি, দুই বিভাগে বৃষ্টির আভাস

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪

ঢাকাসহ ৩ বিভাগে গরমে অস্বস্তি, দুই বিভাগে বৃষ্টির আভাস

চৈত্রের শুরু থেকে সারা দেশের কোনো না কোনো অঞ্চলে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় আজও দেশের দুই বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

অন্যদিকে উত্তরের দুটি জেলা ও ঢাকাসহ তিন বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর আওতা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে এসব এলাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। 

অন্যদিকে নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। 

ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। 

আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ দিনও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও মোংলায় ৩৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বার্তাজগৎ২৪

Link copied!