ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪

রাজধানীতে ভ্যাপসা গরমে সুখবর দিল আবহাওয়া অফিস

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৪

রাজধানীতে ভ্যাপসা গরমে সুখবর দিল আবহাওয়া অফিস

আকাশে মেঘ আর সূর্যের লুকোচুরিতেও ঢাকায় কমেনি ভ্যাপসা গরম। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সূর্যের তীব্রতা যেন কমছেই না। তবে সোমবার (৬ মে) থেকে রাজধানীবাসী অনেকটাই দাবদাহ থেকে মুক্তি পাবে বলে আশা দিচ্ছে আবহাওয়া অফিস।

একের পর এক হিট এলার্ট শেষে একটু বাতাস আর মেঘ বৃষ্টির লুকোচুরিতে কিছুটা স্বস্তির আশা নগরবাসী করলেও ভ্যাপসা গরমে তার পুরোটাতেই যেন গুড়ে বলি।

কয়েক সপ্তাহের ধারবাহিকতায় রোববারও (৫ মে) সূর্যের গণগণে তাপ পিচ ঢালা পথে প্রতিফলিত হয়ে যেন উনুনে পরিণত করেছে রাজপথকে। তারই উত্তাপে নাভিশ্বাস শহুরে জীবনে।

খরতাপ আর ভ্যাপসা গরমের মধ্যেও দিন এনে দিন খাওয়া কর্মজীবী মানুষের সংগ্রাম পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়ার। তবু তো পারা যায় না, দরকার স্বস্তি। শ্রমজীবী থেকে শুরু করে পথিক সবার খোঁজ একটু ছায়া।

তবে স্বস্তির খবর, দাবদাহ থেকে মুক্তি মেলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ঢাকার দাবদাহ সোমবার কেটে যাবে পুরোটাই। তবে রাজশাহী ও খুলনা বিভাগে দাবদাহ স্থায়ী হবে আরও কিছু দিন।

‘যদিও মে মাসের মাঝামাঝি সময়ের পর ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে তার বিস্তার দীর্ঘ সময়ের কিংবা বিস্তর এলাকার জন্য হবে না। সঙ্গে যথারীতি গ্রীষ্মের বৃষ্টির স্থায়িত্ব কম থাকায় ভ্যাপসা গরম থেকে সহসাই মিলছে না মুক্তি’, যোগ করেন এই আবহাওয়াবিদ।

এদিকে প্রকৃতির চোখ রাঙানি থেকে মুক্তি পেতে সবুজায়ন এবং নিজেদের সচেতন হতে পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।

বার্তাজগৎ২৪

Link copied!