ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজারকে অপহরণ

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট, ম্যানেজারকে অপহরণ

ফাইল ফটো

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীদের একটি দল সোনালী ব্যাংকের ভোল্ট ভেঙে দেড় থেকে ২ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় তারা ব্যাংকের আইনশৃংখলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়।

বার্তাজগৎ২৪ কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলম। 

জানা গেছে, আজ মঙ্গলবার রাত ৯টার আগে পরে রুমা উপজেলা পরিষদ চত্ত্বরে সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। 

দিদারুল আলম জানান, কত টাকা লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র সন্ত্রাসীরা লুট করার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর চারটি অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে। 

জানা গেছে, ব্যাংক লুটের ঘটনার পরপরই এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে রুমা সদরের বেথেল বম পাড়া থেকে ৮০-১০০ জনের একটি দলকে রুমা উপজেলা পরিষদের দিকে যেতে দেখা গেছে। তাদের অধিকাংশই সশস্ত্র অবস্থায় ছিল। এ ঘটনায় ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক রাজন কান্তি দাশকে অপহরণ করা হয়েছে। নানা সময়ে সোনালী ব্যাংক রুমা শাখায় ডাকাতি করার হুমকি দিয়ে আসছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
 

বার্তাজগৎ২৪/ এম এ

Link copied!