ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর কয়েকটি মোড়ে ট্রাফিক পুলিশ নেই: ডিএমপি

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪

নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর কয়েকটি মোড়ে ট্রাফিক পুলিশ নেই: ডিএমপি

চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে রাজধানীর বেশ কয়েকটি রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা কয়েকটি সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ রাখিনি। অন্যান্য মোড়ে ট্রাফিক পুলিশ রাখবো কিনা, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত পরে নেব।

এমন সিদ্ধান্তের পেছনে ‘নিরাপত্তা ঝুঁকি’ আছে কি?—জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টিও বিবেচনায় রেখেছি।

কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানির প্রতিবাদে শনিবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ চলার মধ্যে ডিএমপির এমন সিদ্ধান্তের কথা জানা গেল।

বার্তাজগৎ২৪

Link copied!