ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ২৪ জুলাই

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ২৪ জুলাই

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সম্পূরক চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানির তারিখ আগামী ২৪ জুলাই ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের সহকারী বেঞ্চ সহকারী বিষয়টি জুয়েল মিয়া জানান, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এদিন ধার্য করেন। 

এর আগে গত বছরের ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) এসআই হাসানুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

জানা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ বলে ঘোষণা দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম।

বার্তাজগৎ২৪

Link copied!