ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ঢাকা উত্তর ছাত্রলীগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন মুখ প্রান্ত

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৪

ঢাকা উত্তর ছাত্রলীগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন মুখ প্রান্ত

ঢাকা উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাধিক মুখ সামনে এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্তত ৩ জনের এই কমিটিতে থাকার কথা জানা গেছে। 

শনিবার (৪ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এ ছাড়াও কিছুদিন আগে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিও দেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এতে ছাত্রলীগের রাজনীতির গতি আসবে।

সংবাদমাধ্যমের সাথে কথা হয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক সিফাতুল ইসলাম প্রান্তের সাথে। প্রান্ত জানান, সঠিক মূল্যায়ন পেয়ে তিনি খুশি। ইতিপূর্বে তিনি একাধারে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ইউনিটের “ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ” এ সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন এবং কৃতিত্বের সাথে নেতৃত্ব দিয়ে গেছেন। ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের মত গুরুত্বপূর্ণ ইউনিট এ উপ আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় তিনি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি আরো জানান, আগামীতে তিনি ২০২২ সালের বন্যার সময় চাঁদা উত্তোলনের মাধ্যমে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ, শীতে কম্বল বিতরণের মত কাজ আরো বেশি করে করতে চান। রাজনীতিতে সক্রিয় থাকলেও নিজের পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দেন বলে প্রান্ত জানান। ভবিষ্যতে ব্যারিস্টারি পড়ার ইচ্ছাও আছে বলে জানান এই তরুণ।

প্রান্ত ছাড়াও এই কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমান শিহাব ও ইব্রাহিম আনসারী অপূর্ব এর থাকার কথা নিশ্চিত হওয়া গেছে। গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণের ফলে ছাত্রলীগের রাজনীতিতে আরো বৈচিত্র্য আসবে বলে মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বার্তাজগৎ২৪

Link copied!