ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ঈদের দিন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৪

ঈদের দিন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান সাকিব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। এখন পর্যন্ত প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে ইতোমধ্যে সুপার এইটের বড় দাবিদার টাইগাররা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আগামী সোমবার নাজমুল হোসেন শান্ত’র দল নেপালের বিপক্ষে নামবে। একইদিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। সে ম্যাচটি জিতে দেশবাসীর খুশির মাত্রা দ্বিগুণ করতে চান সাকিব আল হাসান। 

নেদারল্যান্ডস ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে গতকাল সাকিব বলেন, ‘নেপালের সঙ্গে আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবে আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমান যারা আছে, তাদের জন্য আনন্দের দিন। এই দিনটি বাংলাদেশে অন্য ধর্মের মানুষরাও উদযাপন করে। আশা করব যে, এমন একটা দিনে আমরা তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারব।’

জয়ের ধারায় আত্মবিশ্বাসী হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতেও খেলার কথা জানান সাকিব, ‘আসলে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। যেভাবে আমরা পারফর্ম করে যাচ্ছি নেপালের সঙ্গেও একই কাজটা করে যেতে হবে।’

যখনই খারাপ সময় আসে, সাকিবের প্রত্যাবর্তনটা হয় দারুণ পারফরম্যান্স দিয়ে। যার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন সাবেক এই টাইগার অধিনায়ক, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় দয়ালু (হাসি)। এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। জরুরি ছিল ২ পয়েন্ট পাওয়া, আমরা পেয়েছি। যদি কেউ দেশ থেকে আসার আগে চিন্তা করত যে ৩ ম্যাচে ৪ পয়েন্ট আমাদের থাকবে, আমার মনে হয় এটা আমরা সবাই ভালোভাবে নিতাম। কীভাবে জিতেছি সেটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না। বিশ্বকাপের মতো মঞ্চে ২ পয়েন্ট পেয়েছেন ও ম্যাচটা জিতেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বার্তাজগৎ২৪

Link copied!