ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪

বাতাস থাকায় লঙ্কানরা সুবিধা পেয়েছে, বলছেন বাংলাদেশি ব্যাটার

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪

বাতাস থাকায় লঙ্কানরা সুবিধা পেয়েছে, বলছেন বাংলাদেশি ব্যাটার

বাংলাদেশ যে ৬ উইকেট পেয়েছে তার জন্য বাতাসকে কৃতিত্ব দিচ্ছেন জাকির হাসান। আজ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ওপেনার বলেন, ‘অবশ্যই আমাদের বোলাররা প্রায় ৮৬-৮৭ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে নিয়েছে। বাতাসে যেটা হচ্ছে যে অতিরিক্ত কিছু সময় বাতাস থাকার কারণে বলটা একটু বেশি মুভমেন্ট হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গায় বল পড়ার পর মুভমেন্ট একটু বেশি হচ্ছে।’

১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তার সঙ্গে আর ১২৩ রান যোগ হতেই বাকি ৯ উইকেট হারায় স্বাগতিকেরা। যা একটু লড়াই করেছেন জাকির। ৫৪ রান আসে এই ওপেনার ব্যাট থেকে। ৩৩ রান করেন মুমিনুল হক। অর বাতাসের কারণে বোলিংয়ে লঙ্কানরাও সুবিধা পেয়েছে মনে করেন জাকির, ‘বাতাস থাকায় লঙ্কানরা সুবিধা পেয়েছে, আমরাও পেয়েছি। এটাই আমার কাছে মনে হয়।’

চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। গতকাল স্লিপে অ্যাঞ্জেলো ম্যাথুসের ক্যাচ ছেড়েছেন শাহাদাত হোসেন দিপু। সতীর্থদের এমন ক্যাচ ছাড়াই খুশি নন জাকির। তবে এ ক্ষেত্রে বাতাসের অজুহাত দিচ্ছেন না তিনি, ‘ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাতাস কোনো এক্সকিউজ না। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’

বার্তাজগৎ২৪

Link copied!