ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪

তানজানিয়ায় বন্যায় নিহত ১৫৫

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪

তানজানিয়ায় বন্যায় নিহত ১৫৫

ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষ। খবর এপি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া এ তথ্য জানান।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ আগে যে মৃত্যুর খবর পাওয়া গেছে তা এখন দ্বিগুণেরও বেশি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং রাজধানী দার এস সালামে।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সংসদে বলেছেন, ‘এল নিনো’ চলমান বর্ষাকালের পরিস্থিতিকে আরও খারাপ করেছে, যার ফলে বন্যা হচ্ছে। একইসঙ্গে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। বন্যা কবলিত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি সেবার মাধ্যমে বন্যাকবলিতদের উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী মাজালিওয়া নিম্নঅঞ্চলে বসবাসকারীদের উচ্চ ভূমিতে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিলেন এবং যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ করেন।

বৃষ্টিতে ৫১ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে, পূর্ব আফ্রিকান অঞ্চলে ভারী বৃষ্টিপাতে প্রতিবেশী দেশ বুরুন্ডি এবং কেনিয়াতেও বন্যার খবর পাওয়া গেছে।

গত সোমবার (২২ এপ্রিল) পর্যন্ত কেনিয়ায় ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে বন্যা অব্যাহত থাকায় এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সূত্র: এপি।

বার্তাজগৎ২৪

Link copied!