ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

গাজায় যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৪

গাজায় যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ অবসানের জন্য হামাসের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।

নেতানিয়াহু রবিবার (৫ মে) বলেছেন, ‘গাজায় যুদ্ধবিরতি ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠীটিকে ক্ষমতায় রাখবে। আর তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে।’

নেতানিয়াহু বলেন, হামাসের হাতে এখনও জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল গাজায় যুদ্ধ থামাতে ইচ্ছুক। তবে ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অনড় রয়েছে। তারা গাজা উপত্যকা থেকে আমাদের সব ধরনের সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার, গাজায় যুদ্ধ শেষ করার ও হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি করেছে। কিন্তু ইসরায়েল এটা মেনে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল হামাসের দাবি মেনে নিলে তারা বারবার গণহত্যা, ধর্ষণ ও অপহরণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অর্জন করতে সক্ষম হবে।’

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোয় হামাস নেতারা মিসর ও কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে দ্বিতীয় দিনের যুদ্ধবিরতি আলোচনা করেছেন। তবে দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। কেননা গোষ্ঠীটি তাদের যে কোনো চুক্তিতে অবশ্যই গাজায় যুদ্ধের অবসান ঘটানোর দাবি বজায় রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০-এরও বোশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৭৮ হাজার ফিলিস্তিনি।

সূত্র : রয়টার্স

বার্তাজগৎ২৪

Link copied!