ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪

রাফাহে ইসরায়েলের হামলা কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

রাফাহে ইসরায়েলের হামলা কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস

গাজার সীমান্তবর্তী রাফাহ নগরীতে ইসরায়েলের হামলা কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একথা বলেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক বিশেষ বৈঠকে রোববার তিনি বলেন, “ইসরায়েলকে রাফাহে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমরা আমেরিকাকে আহ্বান জানিয়েছি।”

রাফাহে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের অবশিষ্ট কিছু ব্যাটেলিয়ন ধ্বংস করতে পুরোদস্তুর হামলা চালানোর হুমকি কয়েক সপ্তাহ ধরেই দিয়ে আসছে ইসরায়েল। রাফাহে স্থল হামলা শুরুর আগে দিয়ে ইসরায়েল গত সপ্তাহে নগরীটিতে বিমান হামলা জোরদার করেছে।

পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে গাজার দক্ষিণের ওই নগরীতে হামলা না চালানোর জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছিল।

রাফাহ নাগরীটি গাজার মিশরীয় সীমান্তে অবস্থিত। ইসরায়েলের অভিযানের মুখে গাজার বাদবাকী অংশ থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দা পালিয়ে গিয়ে এ নগরীতে আশ্রয় নিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, গাজার সব ফিলিস্তিনিই রাফাহ নগরীতে জড়ো হয়ে আছে। তাই সেখানে ইসরায়েলের কেবল একটি ছোট হামলাও ফিলিস্তিনিদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করবে। আর ফিলিস্তিনের জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়টা তখনই ঘটবে।

ইসরায়েল গাজায় একবার তাদের অভিযান শেষ করার পর ফিলিস্তিনের জনগণকে পশিচম তীর থেকে হটিয়ে দিতে চেষ্টা করবে বলেও আব্বাস আশঙ্কা প্রকাশ করেন।

গতবছর অক্টোবরে গাজায় ইসরায়েলের শুরু করা হামলা এখনও চলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবমতে, হামলায় এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

বার্তাজগৎ২৪

Link copied!