ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪

ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন আনল সৌদি আরব

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪

ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন আনল সৌদি আরব

ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ ২৯ জ্বিলকদ পর্যন্ত থাকত। আজ সোমবার সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, তিন মাস মেয়াদী ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে। যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো। মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একাধিক অনুসন্ধানের জবাবে এটি স্পষ্ট করেছে।

মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘ওমরাহ ভিসার শেষদিন ১৫ জ্বিলকদ অনুমোদিত হয়েছে, যা আগের ২৯ তারিখ থেকে ২ সপ্তাহ এগিয়ে।’

বার্তাজগৎ২৪

Link copied!