ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

ইসরাইলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৪

ইসরাইলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

গাজায় নৃশংস হামলা চালিয়ে সেখানে মানবিক সংকট তৈরির জেরে ইসরাইলের সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো তুরস্ক। গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সাহায্য প্রবেশে অবরোধ উঠিয়ে না নিলে এটি অব্যহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়েছে, দুদেশের মধ্যে গত বছর প্রায় ৭০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। তবে গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সহায়তা ঢুকতে বাধা দেয়ায় তেল আবিবের সঙ্গে বাণিজ্য বাতিলের নীতি গ্রহণ করে আঙ্কারা। এর জেরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। 

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, এরদোগান তুর্কি জনগণ এবং ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করছেন। এছাড়া এরদোগানের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘনেরও অভিযোগও করেন কাৎজ। 

 

 

বার্তাজগৎ২৪

Link copied!