ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর পাশাপাশি নিজ দেশের দৈন্যদশায় হতাশা প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন। 

দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বলে জানায় হিন্দুস্তান টাইমস। 

এ সময় স্মৃতিচারণ করে শাহবাজ বলেন, ‘তখন আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে। আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই, লজ্জিত হই।’ 

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনে এদিন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা শাহবাজ শরিফের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ব্যবসাবিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বলে জানায় দেশটির ডন পত্রিকা। একজন ব্যবসায়ী শাহবাজকে তাঁর প্রতিদ্বন্দ্বী কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সমঝোতার আহ্বান জানান। 

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শাহবাজ। তবে এ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এ অবস্থার পরিবর্তনের জন্য শাহবাজের ওপর চাপ রয়েছে। তবে তাঁর প্রথম মেয়াদে দেশটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।

বার্তাজগৎ২৪

Link copied!