ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪

আতিফ আসলামের কনসার্টে গাইতে না পেরে ক্ষুব্ধ মাশা

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪

আতিফ আসলামের কনসার্টে গাইতে না পেরে ক্ষুব্ধ মাশা

সদ্য ঢাকার মঞ্চ মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (১৯ এপ্রিল) বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত এই কনসার্টে গেয়েছেন তিনি। সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তরুণ সংগীতশিল্পী মাশা ইসলামও।

তবে শেষ পর্যন্ত তার গাওয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ায় তার অভিযোগ, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

কনসার্ট শেষ করে শুক্রবার রাতেই নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশা। সেখানে লিখেছেন, ‌‘আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আমার ২০ মিনিটের পারফরমেন্স স্লট বাতিল হয়ে গেছে। দৃশ্যত একজন বিদেশী শিল্পীর জন্য একজন স্থানীয় শিল্পী স্লট বাতিল হতে পারে। তবে আমরা পৃথিবীর সামনে নিজেদের মর্যাদা নিজেরাই নিচু করি।’

এরপর আয়োজকদের প্রতি ক্ষোভ জানিয়ে গায়িকা লেখেন, ‘অভিনন্দন, ‘লেটস ভাইভ’ আপনাদের ক্রমাগত অপমান, অপদস্ত এবং প্রশ্নবোধক ব্যবহারের জন্য। একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল দিতে হবে।’

সবশেষে ভক্তদের উদ্দেশে মাশা লেখেন, ‘আমার প্রিয় মানুষগুলো, আমি আপনাদের জন্য সুন্দর একটি পারফরম্যান্স তৈরি করেছিলাম। কিন্তু আমি দুঃখিত, সেটা প্রকাশ করার সুযোগ হয়নি।’

তবে বিষয়টি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘দুই দিনের দুনিয়া’র আলোচিত গান ‘টেকা পাখি’ দিয়ে আলোচনায় আসেন মাশা। এর আগে ইউটিউবে নিজের চ্যানেলে বিভিন্ন গান আপলোড করে পরিচিতি পান তিনি।
 

বার্তাজগৎ২৪

Link copied!