ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাজধানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই অর্ধশত ঘর

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪

রাজধানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই অর্ধশত ঘর

রাজধানীর বনানী এলাকার গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আজ রোববার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বনানী ১ নম্বর গেটের গোডাউন বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট, এরপর আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরবর্তীতে আগুনের তীব্রতা দেখে আরও দুটি ইউনিট যুক্ত হয়। তারা একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ১০টি ইউনিট একসঙ্গে কাজ করেছে।’ 
 


রাজধানীর গোডাউন বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটরাজধানীর গোডাউন বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বস্তির অন্তত অর্ধশত টিনশেড ঘর পুড়ে গেছে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

বার্তাজগৎ২৪

Link copied!