ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪

সাকিবকে দুই ম্যাচে চান হাথুরু, অধিনায়ক-নির্বাচকদের চাওয়া তিনটিতে

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪

সাকিবকে দুই ম্যাচে চান হাথুরু, অধিনায়ক-নির্বাচকদের চাওয়া তিনটিতে

জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান থাকবেন কি না, সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। দুদিন আগে প্রস্তুতি ক্যাম্পের ১৭ জনের তালিকায় তার না থাকা নিয়ে হয়েছে সমালোচনা। পরে বিসিবি থেকে বিষয়টি খোলাসা করেছিলেন। সিরিজের শেষ দিকে সাকিব দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলে জানানো হয়।

কিন্তু আন্তর্জাতিক সিরিজ বাদ দিয়ে ডিপিএলকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সামনে আসতেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে সব অনিশ্চয়তা দূর করে দিয়েছেন সাকিব নিজেই। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, কোচ তাকে দুই ম্যাচের জন্য চাইলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া তিনটিতে।

সব সমালোচনার জবাব সাকিব কাল দেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে। সেটা খোলসা করে এই অলরাউন্ডার বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ অবশ্যই খেলব। দেশে হয়তো এই নিয়ে একটা কনফিউশন চলছে। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গেই কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুইটা ম্যাচ খেললেই হবে। অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা হলে, তারা বলেছেন দুইটা না তিনটা ম্যাচ খেলতে। আমি বলেছি সমস্যা নেই।’

কেন প্রিমিয়ার লিগে খেলবেন সেটাও পরিষ্কার করেন সাকিব, ‘আসলে এইগুলো আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুইটা ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে তার না খেলার বিষয়ে আলোচনা-সমালোচনা দেখে হাসি পায় বলেও জানান তিনি, ‘সামাজিকমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়। যা হয়েছে আলোচনার মধ্যেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সেই প্রস্তুতিটা নিতে পারি।’

আগামী ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বার্তাজগৎ২৪

Link copied!