ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মার্কিন সমর্থন ছাড়াই রাফাতে যাবে ইসরায়েল: ব্লিঙ্কেনকে নেতানিয়াহু

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪

মার্কিন সমর্থন ছাড়াই রাফাতে যাবে ইসরায়েল: ব্লিঙ্কেনকে নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সেনা পাঠাতে অটল রয়েছে ইসরায়েলে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই এই পথে হাঁটবেন তিনি। শুক্রবার (২২ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। ব্লিঙ্কেনকে তিনি বলেছেন, রাফাতে যাওয়া ছাড়া হামাসকে পরাজিত করার উপায় নেই।


তিনি আরও বলেছেন, আমি তাকে বলেছি যে, আমি আশা করি যুক্তরাষ্ট্রের সমর্থনে এই কাজ করব আমরা। কিন্তু  যদি প্রয়োজন হয় তাহলে আমরা একাই করব।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজার বেসামরিকদের সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেছেন ব্লিঙ্কেন। স্থল  ও সাগরপথে গাজায় মানবিক ত্রাণ সরবরাহে নিশ্চয়তার প্রয়োজনের কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

তেল আবিবে বিমানবন্দরে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, তিনি ইসরায়েলি নেতাদের বলেছেন যে, রাফাতে হামলা কার্যকর হবে না।


তিনি বলেন, একটি বড় সামরিক অভিযান এটি করার উপায় নয়। এতে আরও অনেক বেশি বেসামরিক নিহতের ঝুঁকি থাকে, এতে মানবিক ত্রাণ সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হবে।  ইসরায়েল ও বিশ্বের মধ্যে বিচ্ছিন্নতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে দেশটির নিরাপত্তা ও অবস্থানকে জটিলতায় ফেলবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছি আমরা। ওই বৈঠকে এগিয়ে যাওয়ার সর্বোৎকৃষ্ট উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বার্তাজগৎ২৪

Link copied!